বাংলার ভোর প্রতিবেদক 

যশোরে বার্মিজ চাকুসহ আব্দুল আহাদ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাতে সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। এই ব্যাপারে এদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আব্দুল আহাদ ভেকুটিয়া মিশনপাড়ার বাসিন্দা।

কোতোয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, রাতে টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলাল ভেকুটিয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে আব্দুল আহাদকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় এদিনই তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Share.
Exit mobile version