বাংলার ভোর প্রতিবেদক

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিটি প্রতিযোগিতায় ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীলতা প্রকাশের উজ্জ্বল নজির।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় স্কুলের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, বিদ্যালয়ের পিটিএ কমিটির সদস্য সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version