বেনাপোল  প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়াতাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বেনাপোলে বল্ডফিল্ড মাঠে  সামাজিক সম্পর্ক উন্নয়ন ও আসন্ন জাতীয়  সংসদ নির্বাচনে প্রস্তুতির ধানের শীষের পক্ষে শুক্রবার বিকালে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বেনাপোল  বিএনপির সভাপতি  মোঃ নজিম  উদ্দিনের সভাপতিত্বে  নির্বাচনী উঠান বৈঠকে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিএনপির  কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
এসময় তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা হলো দেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত ও জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই দেশ বর্তমান সংকট থেকে মুক্তি পেতে পারে। আগামী নির্বাচনী বিএনপি রাষ্ট্র  ক্ষমতায় গেলে বাংলাদেশ বাঁচবে।
এসময়  তিনি আরো বলেন,
আগামীতে  বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শার্শা উপজেলা কে মাদক মুক্ত করা।শিক্ষিত বেকার যুবকদের বিনা টাকায় সরকারি চাকুরির ব্যবস্থা করা।সল্প সুদে কৃষকদের ঋান দেওয়া হবে।বয়স্ক ভাতা বৃদ্ধি করা হবে।সর্বপরি শার্শা কে মডেল উপজেলায় রুপান্তরিত করা হবে।
নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  শাশা উপজেলা বিএনপির সিনিয়র সহ – সভাপতি আলহাজ্ব মহাসিন কবির।
বেনাপোল পৌর সাধারন সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় , উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি  শাহবুদ্দিন আহম্মেদ,শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফুল কবির সুমন, ইমদাদুল হক ইমদাদ,বেনাপোল  পৌর বিএনপির  সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ। এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ,  পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল  পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ সহ বিএনপি, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দলের হাজার হাজার কর্মী সমার্থকরা।
Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version