বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। বিএনপির তরুণদের ভাবনাকে মূল্যয়ন করছে। দলটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তরুণদের ভাবনাগুলোর সাথে মুরুব্বীরাও সক্রিয় অংশগ্রহণ করবেন। তাই শরীরের মতো মনেরও যত্ন নিতে হবে তরুণদের। ইতিবাচক চিন্তা করতে হবে। তরুণরা যাতে বিপথে না যায় তার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। এর মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়।
শুক্রবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের যুবসমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। সকল অসামাজিকতা রোধে যুব সমাজকে সাহসিকতার সাথে কাজ করতে হবে। ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুবসমাজ নতুন ভাবে উজ্জীবিত হয়েছে। এখন সময় এসেছে দেশের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গণের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার। দেশের যুবসমাজ ও ক্রীড়াঙ্গন কাজে লাগিয়ে বিদেশীদের বুকে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হারুন জামিল, দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সভাপতিমন্ডলীর সাবেক সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ। আলোচনা সভায় পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক হারুন জামিল বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তরুণদের রাজনৈতিকভাবে সচেতন, দায়িত্ববান এবং সতর্ক করে গড়ে তোলা। তরুণদের সচেতন ও দায়িত্ববান করে তুলতে পারলে দেশ দ্রুত অনেক দূর এগিয়ে যাবে। কারণ তরুণরাই দেশ তৈরির সূতিকাগার।
তিনি বলেন, তরুণদের অন্তরে সদা জাগ্রত থাকে দুর্বার স্পৃহা। তারুণ্য একটি প্রবল প্রাণশক্তিÑযা অফুরন্ত সম্ভাবনা ও বর্ণিল স্বপ্ন দ্বারা উজ্জীবিত থাকে সবসময়। একটি স্ফুলিঙ্গ তারুণ্যকে উদ্দীপ্ত শিখায় পরিণত করতে পারে, যা হয়ে উঠতে পারে নক্ষত্রের মতো সমুজ্জ্বল। এ জন্য প্রয়োজন একটি স্বপ্নের-যে স্বপ্ন তরুণ সমাজকে একটি সুন্দর সফল জীবনের পথ দেখাবে। প্রতিটি তরুণেরই উন্নত জীবন ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন থাকা চাই। উদীয়মান তরুণ প্রজন্ম এখন দেশের বিরাট এক জনগোষ্ঠী। সঠিক পরিচর্যা পেলে একদিন তরুণরাই তাদের মহৎ স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবে। তরুণ সমাজের উন্নয়ন হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে; দেশ ও জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version