বাংলার ভোর প্রতিবেদক
‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে দিবসটি উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি বিতরণ করে জেলা প্রতিবন্ধী সংস্থা।
র্যালিতে অংশগ্রহণ করে, বারীনগর সমাজ কল্যাণ সংস্থা, আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার, জয়তী সোসাইটি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জেলা সমাজসেবা কার্যালয়, সুইট প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, আসরাফ ফাউণ্ডেশন সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টসহ বিভিন্ন সংগঠন।
আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা চোখে দেখে না, তাদের জন্য সাদাছড়ি দিবস। কিন্তু চোখ থাকতে যারা দেখে না তাদের কী বলবেন? তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে নতুন প্রযুক্তির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমানের আরও উন্নয়ন ঘটবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খান মাসুম বিল্লাহ, সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশিদ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু প্রমুখ।
