মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির শালিখা উপজেলা ১১তম সাধারণ সভা আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় শালিখা উপজেলা মিলোনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন।
প্রধান আলোচক ছিলেন মাগুরা-ঝিনাইদাহের ঔষধ প্রশাসনের তত্বাবধায়ক সিরাজুম মনিরা।
সভা প্রধান ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিসিডিএস সভাপতি সুভাষ চন্দ্র রায়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্মকর্তা ডা. সাইমুন নেছা, শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিসিডিএস সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠানে প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ: নওয়াব আলী, সাংগঠনিক সম্পাদক ডা. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হোসেন আলী শিকদার, শালিখা উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রাম থেকে আসা বিসিডিএস’র সদস্য কেমিস্টস, ড্রাগিস্টস, পল্লী চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল প্রতিটি ওষুধের দোকানে লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো শালিখা উপজেলা পরিষদ, উপজেল প্রশাসন, ঔষধ প্রশাসন ঝিনাইদহ ও মাগুরা।

Share.
Exit mobile version