বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মুসলিম উদ্দিন সরকার আর নেই। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে নাতি পুতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আসর বাদ নূরপুর স্কুল মাঠে গার্ড অব আর এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ বীরমুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

Share.
Exit mobile version