বেনাপোল সংবাদদাতা
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। সোমবার দিনভর নানা আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল হাকিম, বেনাপোল সিঅ্যাণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যুগ্ম-কমিশনার রাহাত হোসেন, যুগ্ম-কমিশনার সাকিব রায়হান ও সাইদ আহমেদ রুবেল।
প্রধান অতিথি তার বক্তব্যেদেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান।
