বেনাপোল সংবাদদাতা

বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে তিন লাখ এক হাজার আটশত চল্লিশ টাকা মূল্যের বিভিন্ন প্রাকর চকলেট, জিরা, চোখচকলেট, সনপাপড়ি, মুভ মলম এবং কসমেটিক্স সামগ্রি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপর ১ টায় ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে এ অভিযান পরিচালনা করেন, টাস্কফোর্সে সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অপস্ অফিসার মাসুদ রানা, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতু এবং পোর্ট থানা পুলিশের এসআই মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

অভিযানকালে সাদীপুর মার্কেটের ছয়টি দোকানে থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনা চার কৌটা চোখ চকলেট, ১০ প্যাকেট জিরা, ২৫ প্যাকেট সনপাপড়ি, ১৮টি মুভ মলম এবং ৪৪৯৩ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রি জব্দ করা হয়। যার সিজার মূল্য তিন লাখ এক হাজার আটশত চল্লিশ টাকা।

এ সময় বিজিবি অধিনায়ক জানান, চোরাচালান রোধে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালান মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version