বিবি ডেস্ক
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা হরিশ্চন্দ্রপুর গ্রামের আকবর আলী (৪২)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

Share.
Exit mobile version