বেনাপোল সংবাদদাতা

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শুক্রবার রাত ৯ টার একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে বিজিবি। 

আটক আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।


পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সলিমুল্লাহ জানান, পুটখালী বিওপির একটি  টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া নামক স্থান ১টি ইতালির তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আসামিকে আটক করেন।

আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 
Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version