বিবি প্রতিবেদক
বেঁচে থাকার সংগ্রামে সবাই ক্লান্ত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ মুহূর্তে কে কার খবর রাখে ? এরই মাঝে যশোর শহরে আরএন রোডে অতিদরিদ্রদের মুখে প্রতি মাসে একবেলা খাবার তুলে দিতে নিরন্তর ছুটে চলেছে একদল তরুণ। ‘খাবার আছে যতক্ষণ পরিবেশন করা হবে ততক্ষণ’ স্লোগানে ব্যাক বেঞ্চারের মেজবান সদস্যরা টানা ৫ মাস অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিয়ে আসছেন।
যেখানে প্রতি মাসের প্রথম শুক্রবার শহরের বিভিন্ন জায়গা থেকে আসা অসহায় ক্ষুধার্তদের বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো হয়। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার দ্বিতীয় গতকাল শহরের আর এন রোড এলাকায় সেই আয়োজনটি করেছিল তরুণদের ওই দলটি।
মাসে একদিন এখানে তৃপ্তি সহকারে এক বেলা খেতে পেয়ে আনন্দ প্রকাশ করেন অনেকে। ব্যাক বেঞ্চারের মেজবানে খেতে আসা অনেকেই বলেন, আমরা ভালো মানের খেতে পাই না। মাসের প্রথম গতকাল আশায় থাকি যে মেজবানে গিয়ে পেট ভরে ভালো উন্নতমানের খাবার খাব।
ব্যাক বেঞ্চারের মেজবানের সদস্য ওদুদ জানান, কয়েক জন বন্ধু মিলে ৫ মাস আগে ৬০ থেকে ৭০ জনের খাবার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিলো। এখন সেটা ৩০০ পার হয়েছে, ক্রমান্বয়ে এই ধারা আরো বাড়তে থাকবে।
ব্যাক বেঞ্চারের আরেক সদস্য লেলিন বলেন, সামনে আমাদের উদ্দেশ্য মাসে একদিন নয় সপ্তাহে একদিন অসহায় ক্ষুধার্থদের বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো। এভাবে যদি সবাই অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের সমাজে অনেকের দুঃখ দুর্দশা কিছুটা হলেও কমে যাবে।
ব্যাক বেঞ্চারের মেজবানের অদম্য তরুণদের স্বপ্নটা ভিন্ন। অসহায়, অবহেলিত, যেকোন মহামারী ও সুন্দর সমাজ গঠন করাই তাদের লক্ষ্য। করোনাকালেও তারা অক্সিজেন সিলিন্ডার, খাদ্যসামগ্রী নিয়ে মানুষের পাশে ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version