রেহানা ফেরদৌসী
বলো তো, সব ফুল কি বাগানেই ফোটে!
কিছু অপরূপ সুন্দর ফুল বাড়ির পেছনে আবর্জনার পাশেও ফোটে তাই না!
কিন্তু তার জন্ম আবর্জনায় হলেও, তার সৌন্দর্য্য তাতে বিন্দুমাত্র কমে যায় না,
অথবা তার রাত্রি কালীন সুবাস থেকে কাউকে বঞ্চিতও করে না।
আচ্ছা, সব ফুল দিয়ে কি বাসর সাজায়! সব ফুল কি শোবার ঘরের ফুলদানিতে শোভা পায়! সব ফুলে কি মালা গাঁথা যায়! কিছু ফুল ঝরে পড়ে…পদদলিত হয়ে রয় রাস্তায় ।
সুন্দর হলেই সৌভাগ্যের অধিকারী হওয়া যায় না ।

হাতের নাগালে পাওয়া ছোট শুভ্র ফুলে অনেকেরই মন ভরে না। সে ফুলকে হয়তো জামার সাইড পকেটে রেখে ছুটতে থাকে…নিয়ন্ত্রণহীন আবেগের পেছনে । আর সে ছুটে চলার মাঝে পকেটে রাখা ফুলটি যে দুমড়ে মুচড়ে নির্জীব হয়ে থাকে…সে খবর আর কে রাখে! ফুল নিজেও জানে না..কি তার অপরাধ।
কোন প্রিয় হাতে ভালোবাসার স্পর্শে এক সুন্দর প্রতীক হতে পারতো! সে ফুলটিও পারতো কারো প্রিয়তমার শোবার ঘরকে সুবাসিত করতে!
আসলে কি জানো…তার কষ্টের এই জীবনে সুন্দর ফুল হয়ে ফোটাই যেনো তার নিদারুণ পাপ, এক অভিশাপ ।
জানো তো…যতনে সামান্য ফুল অসাধারণ হয়। আর অযত্নে-অবহেলায় অসাধারণ ফুলটিও বিবর্ণ হয়ে যায় ।

লেখক : সহ সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ,
পুলিশ নারী কল্যাণ সমিতি
(কেন্দ্রীয় পুনাক)

 

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version