বেনাপোল সংবাদদাতা
বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে কৌশলে ভারতে ঢুকে পড়েন তার আরেক সাথী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয় কুমার কুন্ড।

গ্রেফতারকৃতকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার। পরে শেরপুর থানায় সোপর্দ করা হবে।

বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশকালে নিরাপত্তা কর্মী, পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি গ্রেফতার হন।

তবে সিসি ক্যামেরায় এদের পালাতে সহযোগিতাকারীদের সনাক্ত করা গেলেও চিহ্নিত এসব অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে বাংলাদেশি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল ভারত হওয়ায় বিভিন্ন কৌশলে বৈধ পথে কখনো সীমান্তের অবৈধপথে পাড়ি জমাচ্ছে তারা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version