বেনাপোল সংবাদদাতা

বেনাপোল সীমান্ত দিয়ে সরকার ছুটির কাগজপত্র বাদে ভারত যাওয়ার সময় এক বিজিবি সদস্যকে স্থানীয় জনসাধারণ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

সাধন ঘোষ নামে ওই বিজিবি সদস্য মেডিকেল ভিসায় ভারত গমন করছিল বলে ইমিগ্রেশন সূত্র জানায়।

সাধন ঘোষ ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন ওসি (তদন্ত) ফারুক মজুমদার বলেন, সাধন ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট দিলে সন্দেহ হওয়ায় তার ইমিগ্রেশন করা হয়নি। পাসপোর্টে তার পেশা কৃষি।

স্থানীয়রা জানান, সরকারি চাকরি করে ছুটি বাদে কেন ভারত যাচ্ছিলেন। তাকে নিয়ে আমাদের সন্দেহ হওয়ায় তাকে বিজিবির কাছে তুলে দেয়া হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, তিনি চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারত যাচ্ছিলেন। তিনি খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের সদস্য। তাকে আপাতত ক্যাম্পে রাখা হয়েছে। যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version