ভোমরা সংবাদদাতা

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে একশ ৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

রোববার রাতে সদরের ভোমরা (পূর্বপাড়া) এলাকার জনৈক আম্বিয়া মেম্বারের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন ভোমরা দক্ষিণপাড়া এলাকার ইসমাইল গাজী (৩৫) ও পূর্বপাড়া এলাকার ইসমাইল গাজী (৩৫)। তারা দুজনেই চিহ্নিত মাদক চোরাকারবারি বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই দেব কুমার দাস, এএসআই নাসির উদ্দিন, বিএম তৌহিদুজ্জামান, শাহানুর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাপথে আসা ১৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই জনকে আটক করে। উদ্ধার করা কোডিন মিশ্রিত উইনসরেক্স ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে সেবন করছে মাদকাসক্তরা। এ বিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version