মণিরামপুর সংবাদদাতা
আজ (শুক্রবার) বিকেলে মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত মন্ডলের সভাপতিত্বে এমপি এসএম ইয়াকুব আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। আপনাদের সহযোগিতায় মণিরামপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার কারও প্রতি কোন রাগ, অভিমান বা হিংসা নেই’। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ প্রধান অতিথি এস এম ইয়াকুব আলী আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি। তোমরাই আগামীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে এ এগিয়ে নিয়ে যাবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, হাশেম আলী, অনন্ত কুমার দেবনাথ, বাবুল আক্তার বাবলু ও সন্দীপ ঘোষ।

Share.
Exit mobile version