বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় এক পথচারি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ বিশ্বাস (৫৫) উপজেলার মাছনা গ্রামের বাসিন্দা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতের ভাইপো ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চাচার মাথায় সমস্যা। তিনি প্রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে হাসপাতাল থেকে চাচার মৃত্যুর খবর আসে। ট্রাক চাপায় চাচার মাথা ও পা বাদে দেহের বাকি অংশ পিষ্ট হয়ে গেছে। মণিরামপুর ফায়ার স্টেশনের উদ্ধার কর্মী শেখ আকাশ বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা স্থানীয়রা আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি আবাসিক চিকিৎসক আলেক উদ্দিন বলেন, রাতেই স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন।

Share.
Exit mobile version