মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে দুই শিশুর অপমৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার শ্যামকুড় ও মাছনা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার শ্যামকুড় গ্রামের রাজমিস্ত্রী শহিদুল ইসলামের স্ত্রী রুবাইয়া খাতুন রোববার সকালে উঠানে বিদ্যুৎ চালিত মেশিনে আমন ধান ঝাড়ছিলেন। এ সময় পাশে ঘরের বারান্দার বসে খেলা করছিল তার ছেলে মুনতাহিন বিল্লাহ। একপর্যায়ে মুনতাহিন বারান্দায় ঝুলানো বৈদ্যুতিক মাল্টিপ্লাগের ভেতর আঙ্গুল দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে ছিটকে পড়ে। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, উপজেলার মাছনা গ্রামের ইয়াসিন আলীর শিশু কন্যা ইয়াসমিন খাতুন রোববার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় পা পিছলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোজাখুজির একপর্যায়ে ইয়াসমিনকে পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। পরে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুকদেব কুমার বলেন, সকালে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু ঘটেছে। এদিকে, দুই শিশুর মৃত্যুর সংবাদে শ্যামকুড় ও মাছনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version