মণিরামপুর সংবাদদাতা
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মণিরামপুরে দলিত সম্প্রদায়ের হাজারো মানুষ ধানের শীষকে সমর্থন করেছেন।
এ উপলক্ষে শুক্রবার বিএনপির দলীয় কার্যালয়ের পাশে আয়োজন করা হয় মতবিনিময় সভার। এতে সভাপতিত্ব করেন দলিত পরিষদ যশোরের সভাপতি আনন্দ দাস।
আরও পড়ুন .. .. মহেশপুরে ফাঁস দেয়া অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বর, দলিত নেতা বিজয় দাস, প্রভাষ দাস প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা দলিত পরিষদের সভাপতি আনন্দ দাস জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মণিরামপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে দলিত পরিষদের সমর্থনের ঘোষণা দেন।
তিনি বলেন শহীদ ইকবালকে ভোট দিয়ে বিজয়ী করলে মণিরামপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে।
ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল বলেন, আমি বিজয়ী হলে যেকোন মূল্যে মণিরামপুরে সাম্প্রাদয়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা হবে।
