মণিরামপুর সংবাদদাতা
মনিরামপুরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার উপজেলা পরিষদের মিলনাতয়নে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদ।

উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মোত্তালিব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী সুলতানা, প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ।

Share.
Exit mobile version