বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরের বিএনপি কর্মী আনিচুর রহমানকে হত্যার অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিহত আনিচুরের ভাই মফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।

যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা, হলে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।

অপর আসামিরা হলো, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, প্রতিমন্ত্রীর ভাগ্নে ও সাবেক উপজেলা ভাইস চেয়রাম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ, সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাব, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর, সাবেক চেয়ারম্যান মরিুজ্জামান মনি, মণিরামপুর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল হাসান, উত্তর লাউড়ী গ্রামের নিরাপদের ছেলে আরাধন ঘোষ, অতিজ ঘোষের তিন ছেলে রিপন, সুমন, সুজন, হামিদ শেখের ছেলে ইদ্রিস আলী, গোবিন্দ কুমারের ছেলে মিলন, অভিন্দ্র নাথ ঘোষের ছেলে মনরঞ্জন ঘোষ, মৃত জাহান আলী গাজীর চার ছেলে বাবলু, ভুট্টো, রফিকুল, শফিকুল, ফজলুর ছেলে আহাদ আলী, মৃত গোলাম রহমানের ছেলে মকলেসুর রহমান মুকুল, গোলাম কুদ্দুসের ছেলে মুকিত, গৌর ঘোষের ছেলে দীপক, মুছার ছেলে বিল্লাল, আজিজের ছেলে রাজ্জাক, সাত্তারের ছেলে আনার, সুকুমার ঘোষের ছেলে লিটন ঘোষ, মুজাম আলীর ছেলে আবুল হোসেন, হামিদের ছেলে কাশেম, মকছেদের ছেলে কামরুল, জামালের ছেলে আমিনুর, নুর আলীর ছেলে আলীম, আজিবরের ছেলে জসিম, গোবিন্দর ছেলে সাধু, মোহম্মদের ছেলে করিম, সাধুর ছেলে সুমন, নিরাপদ ঘোষের ছেলে অজিত ঘোষ, দক্ষিন লাউড়ী গ্রামের বদীনাথ ঘোষের ছেলে দীপক, সুন্দলপুর গ্রামের আব্দুলের ছেলে শাহিন, জনাব আলীর ছেলে আহাদ আলী, মাঝলাউড়ী গ্রামের মোসলেমের ছেলে ইমরান, মান্নানের দুই ছেলে আসাদ, তৌহিদ, ঘুঘুরাইল গ্রামের খালেকের ছেলে মুকুল, কাশিপুর গ্রামের হাসান বারীর ছেলে ফয়সাল, খোদা বক্সের ছেলে ইউনুস আলী, গরীবপুর গ্রামের শফি কামালের দুই ছেলে জুয়েল, সেলিম, আরশাদের চেলে ইউছুফ আলী, আরশাদ আলীর দুই ছেলে হাসেম আলী, নুর আলী,কাশিপুর গ্রামের গিনিনের ছেলে অরবিন্দ, তোফাজ্জেলের ছেলে আশিকুর রহমান, আহম্মদ আলীর ছেলে ফারুক হোসেন, ডাঙ্গা মাসনা গ্রামের জামাল গাজীল ছেলে মফিজুর রহমান ও হেলাঞ্চি গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে আব্দুল জিন্নাহ।

মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের উত্তর লাউড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আইনিচুর রহমান বিএনপির কর্মী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ২ নভেম্বর ভোরে আসামিরা আনিচুরের বাড়িতে হামলা করে। আসামি সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্যের নির্দেশে অপর আসমিরা আনিচুরকে কুপিয়ে গুরুত জখম করে।

এরপর আসামিদের সহযোগীতায় আসামি মণিরামপুর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ পায়ে গুলি করে অপহরণ করে গাড়িতে উঠায়ে নিয়ে যায়। আনিচুরের স্বজনেরা পরে জানতে পারে তার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে আছে। আসামিরা ক্ষমতাসীন দলের সদস্য হওয়ায় তখন থানা আদালতে মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি এ মামলা করেছেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version