মনিরামপুর সংবাদদাতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে এবং ধানের শীষের পক্ষে শুক্রবার বিকেলে গোপালপুর বাজারে প্রচার মিছিল বের করা হয়। মিছিল শেষে লিফলেট বিতরণ ও ঈদগাহ মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। তবে পূর্ব নির্ধারিত পথসভা থাকলেও হাজারো মানুষের ঢলে শেষ পর্যন্ত জনসভায় রূপান্তরিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুস সাত্তার, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, আকতার ফারুক মিন্টু, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, নাজমুল হক লিটন, হামিদুল ইসলাম, আজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, মিজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version