বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে সদর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে যশোর রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এই তিন উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এদিন সকালে যশোর সদর উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মোহিত কুমার নাথ, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন বিপুল, তৌহিদ চাকলাদার ফন্টু, ফাতেমা আনোয়ার ও শফিকুল ইসলাম জুয়েল।

ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান নিরব, শাহাজান কবির শিপলু, শেখ জাহিদুর রহমান লাবু, সুলতান মাহমুদ বিপুল ও কামাল খান পর্বত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী খাতুন, বাশিরুন নাহার ঝুমুর ও জোৎস্না আরা মিলি। যাচাই বাছাই শেষে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম স্বপদে থেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে অভয়নগর উপজেলার প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদদ্বিতা করছেন রবিন অধিকারী ব্যাচা, সরদার অলিয়ার রহমান ও শেখ আহরাউল হক। ভাই চেয়ারম্যান পদে ১জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডাক্তার সাদিয়া খানম, লায়লা খাতুন ও মিনারা পারভীন।

দুপুরে বাঘারপাড়া উপজেলার প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুম রেজা, আশরাফুল কবির বিপুল ফারাজি, রাজিব কুমার রায়, হাসান আলী, সেলিম রেজা ও আব্দুর রউফ। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আসাদুজ্জামান, গোলাম সরোয়ার, নাজমুল হুসাইন, শাহাজালাল, এনায়েত হোসেন লিটন, তাউহিদুর রহমান ও জয়নাল আবেদীন। মহিলা ভাইস চেয়ার পদে শামচুন নাহার, বিথিকা বিশ্বাস, রেক্সোনা খাতুন ও দিলারা জামান।

মনোনয়নপত্র যাচাই বাছাই সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বান অফিসার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির প্রমুখ ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version