‘তৃণমূলের সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’ এই শ্লোগানকে সামনে নিয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক মাসের সমাপনী ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আফরোজা শিরীন।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সহ-সভাপতি রোজিনা রহমান, সহ-সভাপতি নাসিমা বানু লিলি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুলতানা রহমান জলি, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন, লিগ্যালএইড সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুফিয়া বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা পারভীন, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক রুমা পারভীন, সদস্য জোৎস্না রানী ঘোষ, সদস্য সাবিনা আক্তার লাকি প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কমিটির অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু।– প্রেস বিজ্ঞপ্তি

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version