বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রর আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
“সামাজিক অগ্রগতির জন্য প্রতিবন্ধিতা-সমেত সমাজ গড়ে তোলা” এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে যশোর কালেক্টরেট প্রাঙ্গণে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ সময় যশোর জেলা সমাজসেবা উপ-পরিচালক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোনা আফরিন, জেলা সমাজসেবা কার্যালয়েল সহকারী পরিচালক ইতি সেন, সাইফুল ইসলাম, রেজিস্ট্রেশন অফিসার আব্দুল কাদের, প্রবেশন অফিসার মোহাম্মাদ ওহাব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান, বাঁচতে শেখা নির্বাহী পরিচালক পলাশ রবার্ট গমেজ, প্রশাসনিক কর্মকর্তা দীপক রায়, সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, অন্ধ সংস্থার সাধারণ সম্পাদক মোক্তার আলী, জেলা এনজিও সম্বনয়ক শাহজাহান নান্নুসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ।
অংশগ্রহণ করেন সুইট প্রতিবন্ধী স্কুল, শ্রবণ প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী কল্যাণ সমিতি, আইইডি, বাঁচতে শেখা, বারীনগর সমাজ কল্যাণ সংস্থা, যশোর মূক ও বধীর সংঘ, যশোর অন্ধ সংস্থা, মাসুদুর খান ফাউণ্ডেশন, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা, আলোর সন্ধানে, সৃষ্টিশীল নারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, কারিতাস, জেলা সমাজ সেবা কার্যালয় সহ অন্যান্য সরকারি বেসরকারি সংস্থা সমূহ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৬টি হুইলচেয়ার, টি ট্রাই সাইকেল, টি ফোল্ডিং ওয়াকার, টি কোনার চেয়ার তুলে দেন।
