বাংলার ভোর প্রতিবেদক

চারুপীঠ আর্ট গ্যালারিতে ঢাকার মাইলস্টোন স্কুলে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে চারুপীঠ পরিবার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানে চারুপীঠের কোমলমতি শিশু শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকবৃন্দ অংশ নেন। চারুপীঠের শিক্ষক শিল্পী শাহরিয়ারের আঁকা চিত্র এবং প্রদীপের আলোয় ফুটে ওঠে সকলের গভীর অনুভূতি ও শোক।

সংক্ষিপ্ত বক্তব্যে চারুপীঠের সভাপতি হারুন-আর-রশীদ, বিশিষ্ট শিল্পী সাইদা বানু এবং মামুনুর রশীদ এই ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জানান।

চারুপীঠের এই আয়োজন ছিল নিহতদের প্রতি ভালোবাসা, সম্মান এবং প্রার্থনার একটি ছোট্ট প্রয়াস। অনুষ্ঠানে মাইলস্টোনে নিহত সকলেই মানুষের হৃদয়ের পাতায় চিরজীবী হয়ে থাকবে সেই কামনা করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version