মাগুরা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৩৫) সিংড়া গ্রামের বিএনপি নেতা আকবর শেখের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইউপি চেয়ারম্যান রাজা মিয়ার গ্রুপের সাথে আকবার শেখের গ্রুপের সামাজিক বিরোধের জেরে শফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় প্রতিপক্ষ একটি সেলুনের ভেতর থেকে টেনেহেঁচড়ে ধারালো অস্ত্র দিয়ে শফিকুলের একটি পা শরীর থেকে বিছিন্ন করাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত শফিকুলের ছোট ভাই ইমরুল শেখ সাংবাদিকদের জানান, দুপুর একটার দিকে মোস্তাক গাজী, সাগর গাজী, তুফান গাজী, মাজহার গাজী, ঈশান মোল্লা, মনির ডাকাত, রাজা মেম্বরসহ আরও অনেকে রাজা চেয়ারম্যানের নেতৃত্বে আমার ভাইকে সেলুন থেকে বের করে কুপিয়ে হত্যা করে। কোন শত্রুতা না শুধ্র সামাজিক দল ভিন্নতার কারণেই এ হত্যা করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যা সংঘটিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share.
Exit mobile version