মাগুরা সংবাদদাতা
ন্যায় ও ইনসাফভিত্তিক দুর্নীতি ও চাঁদাবাজ-মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাগুরায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাঈদ আহমেদ বাচ্চু।
মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন বলেন, “নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান, ছাত্র-জনতা, শ্রমিক-সাংবাদিক, পেশাজীবী-আইনজীবী সবাইকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের উদ্দেশ্য মানবতার সেবা করা।”
এ সময় মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এমবি বাকের বলেন, “আমরা নির্বাচিত হলে মাগুরার রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা সেবা উন্নয়ন করা হবে।
মাদকমুক্ত মাগুরা গড়তে আমরা কাজ করব। বেকারদের জন্য ভাতা চালু করব। পাশাপাশি মাগুরায় ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ এবং মাগুরা মেডিকেল কলেজকে নিজস্ব স্থানে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।”
আলোচনা শেষে নির্বাচনী মিছিলটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
