মাগুরা সংবাদদাতা

শনিবার বেলা ১১ টায়,জাতীয় শিক্ষক ফোরাম মাগুরা জেলা শাখার উদ্যোগে এইচএম উবায়দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিমের পরিচালানায় শঞরের চৌরঙ্গী মোরস্থ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন হাফেজ মো. মনিরুজ্জামান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মশিউর রহমান, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা উসমান আস সাইফী প্রমুখ।

আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ।

Share.
Exit mobile version