মাগুরা সংবাদদাতা
মাগুরা-যশোর রোডের ভাবনাটির ঢাল এলাকায় মোটরসাইকেল ও পরিবহনের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মো. রুমান (২৭) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়ারামপুর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ আলমগীর কবির জানান, বোববার যশোর রোডের ভাবনহাটির ঢাল এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে পরিবহনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক পরিবহনটি পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত রুমান আরএফএল কোম্পানিতে চাকরি করতেন

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version