মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে ১০ জন এবং মাগুরা-২ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মাগুরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বিএনপির মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জাকির হোসেন মোল্লা, খেলাফত মজলিসের ফয়জুল ইসলাম, গণফোরামের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া।

অন্যদিকে, মাগুরা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশের মুশতারশেদ বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামাল, জাতীয় পার্টির মশিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, মাগুরা-১ আসনে মোট ১১ জন এবং মাগুরা-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

Share.
Exit mobile version