মাগুরা সংবাদদাতা
মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র তার হাতে তুলে দেয়া হয়।
এ খবর ছড়িয়ে পড়তেই মাগুরা জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান।
দলীয় নেতাকর্মীরা বলেন, দল একজন যোগ্য ও ত্যাগী নেতাকেই মনোনয়ন দিয়েছে। দীর্ঘদিন ধরে মনোয়ার হোসেন খান দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
প্রতিক্রিয়ায় মনোয়ার হোসেন খান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
