ঢাকা অফিস
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও কামাল পলাতক রয়েছেন। প্রায় এক বছর ধরে কারাগারে থাকা সাবেক আইজিপি মামুন এই মামলার রাজসাক্ষী হিসেবে আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সকালে ৯টা ১০ মিনিটের পর কড়া নিরাপত্তায় মামুনকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। আদালত প্রাঙ্গণে নামার সময় তাকে মাথা নিচু করে বেশ গম্ভীর অবস্থায় দেখা যায়। প্রবেশ করানো হয় ট্রাইব্যুনালের হাজতখানায়—যা রায় ঘোষণার আগে তার শেষ উপস্থিতি।
রায় পড়া আদালতে এখনো চলমান।
