বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় আসন্ন গণভোট ও নির্বাচন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাফ জানিয়ে দিয়েছেন, এবারের ভোটে অনিয়মের কোনো সুযোগ নেই এবং নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, গণভোটে কোনো নির্দিষ্ট প্রার্থী নেই; আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই এই ভোটের প্রার্থী। তাই এর সফল আয়োজন আমাদের নৈতিক দায়িত্ব। প্রান্তিক জনপদসহ প্রতিটি ভোটারের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন শৃংখলার সকল বাহিনীর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে ভোট পর্যন্ত স্থানীয় সংবাদপত্রে নিয়মিত প্রচারণা চালাতে হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

দড়াটানাসহ শহরের অবৈধ দখল ও যানজট নির্বাচনের জন্য হুমকি। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন করে কঠোরভাবে উচ্ছেদ অভিযান চালাতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে ভোটকেন্দ্রের আশপাশ থেকে সকল নির্মাণ সামগ্রি (ইট, খোয়া) অপসারণ করতে হবে। চলমান উন্নয়ন কাজ হয় শেষ করতে হবে, না হয় বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে যাতে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি না হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, পুলিশ নিয়মিত ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করছে এবং যাতায়াতের প্রধান সড়কগুলো সচল রাখতে কাজ করছে।

যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, বিগত দিনের নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও এবার কোনো অনৈতিক কাজের সুযোগ নেই। নিরপেক্ষ কর্মকর্তাদের মাধ্যমে আগামী ২২ তারিখ থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। পোস্টাল ব্যালটের নিবন্ধনও সম্পন্ন হয়েছে।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন জানান, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও স্ট্রিট লাইট স্থাপনের কাজ চলছে।

পৌর প্রশাসক রফিকুল হাসান জানান, পৌরসভার ৪৭টি কেন্দ্রে নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি মশক নিধন ও যানজট নিরসনে কাজ চলছে।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তবে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালক না থাকায় উদ্বেগ প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

Share.
Exit mobile version