মাগুরা সংবাদদাতা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মাগুরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শুরু হয়, যেখানে শতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় মহান মে দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

সভায় সভাপতিত্ব করেন মাগুরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসান মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হাসান (পলাশ)।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ জনকে সম্মাননা স্বরূপ জায়নামাজ ও তসবিহ উপহার দেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version