বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে “এটিএফ সাব-প্রজেক্ট প্রোপোজাল রাইটিং” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। রোববার বেলা ১২ টায় কেন্দ্রীয় গ্যালারিতে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় অনন্য অবস্থানে রয়েছে। এই অবস্থান ধরে রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। এই প্রজেক্টে আমাদের সর্বোচ্চ অবস্থানে থাকতে হবে। আমি চাই সকলে এই প্রজেক্টে অংশগ্রহণ করুক।

যবিপ্রবি দেশের সকল বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেবে এই আশা রাখছি। আমাদের গবেষণার মাধ্যমে আমরা এই দেশের উন্নতিতে অবদান রাখতে চাই। কর্মশালায় রিসোর্চপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রজেক্টের এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মোজাহার আলি। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ডিনস কমিটির আহবায়ক ড. জাফিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কামরুল ইসলাম।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version