বিবি প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ’বঙ্গবন্ধুর ইতিহাস চেতনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। গতকাল বেলা ১১ টায় বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস চেতনা ও বঙ্গবন্ধুর জীবনে ইতিহাসের গুরুত্ব নিয়ে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
সেমিনারে প্রধান বক্তা অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গবন্ধুর ইতিহাস চেতনা নিয়ে বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতা বঙ্গবন্ধুর ইতিহাস চেতনার বয়ানে দুটো বিষয় প্রাসঙ্গিক: তার ব্যক্তিগত ইতিহাসলগ্নতা এবং তিনি ইতিহাসকে কীভাবে ব্যবহার করেছেন। বঙ্গবন্ধুর ইতিহাসচেতনা বিধৃত আছে তার কিছু ভাষণে। মনে রাখা দরকার, তার সারাটি জীবন বাঙালির ইতিহাসের বিশাল অধ্যায়; তাকে পাঠ করলেই বাঙালির রাষ্ট্রসাধনার সামগ্রিক ইতিহাস জানা যায়। এ মানুষটি কথায় ইতিহাস-প্রসঙ্গের অবতারণা করেছেন, আর কর্মে ইতিহাস নির্মাণ করেছেন।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে ইতিহাস সংক্রান্ত দুটো মুখ্য বিষয় তুলে ধরেছিলেন। ইতিহাস পাঠের গুরুত্ব, বিশেষ তরুণ প্রজন্মের জন্য এবং বাংলার যথার্থ ইতিহাস যে রাজনৈতিক কারণে রচিত হয়নি, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা। প্রথমত, তিনি বলেছিলেন, ‘বাংলার মানুষ, বিশেষ করে ছাত্র ও তরুণ সম্প্রদায়কে আমাদের ইতিহাস এবং অতীত জানতে হবে। বাংলার যে ছেলে তার অতীত বংশধরদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে না, সে ছেলে সত্যিকারের বাঙালি হতে পারে না।’ ইতিহাস মানেই অতীত কিন্তু আসলে তা ভ্রান্ত। ইতিহাস অতীত থেকে বর্তমান পর্যন্ত প্রসারিত। সে কারণে ইতিহাস মানে হলো অতীতের প্রেক্ষাপটে বর্তমানের অনুধাবন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা তিনি নিজেই। আমরা যারা বঙ্গবন্ধুকে অন্যের সাথে তুলনা করে কথা বলি তাদের এটা বন্ধ করা উচিত। বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি বাঙালি। দেশের স্বার্থে তিনি কখনো কারো সাথে আপোষ করেনি। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাও কারো সাথে আপোষ করেননা। বাঙালিরা যেমন সবাই একসাথে দেশকে স্বাধীন করেছিল তেমনিভাবে আজও আমরা শেখ হাসিনার হাতকে দৃঢ় করে বিদেশি হায়নাদের থেকে দেশকে মুক্ত করবো।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আলম হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের সহধর্মিনী অধ্যাপক ড. শওকত আরা হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version