বাংলার ভোর প্রতিবেদক
যশোরের দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতলসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বহন করা ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ২০৫ টাকা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে রুপাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল এবং বিদেশি মদ যশোর থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

আটককৃত  হলেন—তরুণ কুমার রায় (৪৭), পিতা: সন্তোষ কুমার রায়, গ্রাম: ঝিকরা দক্ষিণ, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা,  মোঃ শিমুল মোড়ল, পিতা: নূর হোসেন মোড়ল, গ্রাম: আলাইপুর উত্তর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা,
মোঃ শামীম হোসেন, পিতা: মোঃ আলফাজ আলী সরদার, গ্রাম: উত্তর ভাদিআয়ালী, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা, মোঃ আওয়াল হোসেন, পিতা: মোঃ আজিবার হোসেন, গ্রাম: সাতবাড়িয়া, থানা: যশোর সদর, জেলা: যশোর

বিজিবি জানায়, উদ্ধারকৃত রুপার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি রুপার আংটি, পাঁচটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি এয়ারবাড, একটি হাতঘড়ি ও নগদ অর্থসহ মোট সিজারকৃত মালামালের মূল্য প্রায় ৬৫ লাখ ৮৯ হাজার ৭০৫ টাকা

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ ও রুপা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।”

Share.
Exit mobile version