বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরকে যানজটমুক্ত এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে যশোর পৌরসভা।

সোমবার বিকেলে কয়েক ঘন্টাব্যাপি চলা এই অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। শহরের বীরমুক্তিযোদ্ধা মনি সড়ক থেকে শুরু হওয়া অভিযান দড়াটানা, হাসপাতাল মোড় ও জজকোর্ট মোড়ে এসে শেষ হয়।

পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার ইন্সপেক্টর (পরিচ্ছন্ন শাখা) আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন প্রমুখ। এ সময় একটি স্কেভেটর মেশিন ব্যবহার করে ফুটপাতের অবৈধ দোকানপাট ও কাঠামোসমূহ দ্রুত গুঁড়িয়ে দেয়া হয়।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, শহরের যানজট নিরসন এবং পৌরবাসির স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই আমাদের এই অভিযানের মূল লক্ষ্য। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version