বাংলার ভোর প্রতিবেদক
যশোর লাক্সারী ডাইন কনভেনশন হলে শনিবার দিনব্যাপি বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিজীবীর উপস্থিতিতে অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন (এএসই) শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী স্থানীয়দের জন্য এই ইভেন্টটি ছিল এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম।

সেমিনারে এএসই’র বিশেষজ্ঞ দল অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, আইটি, নার্সিং, ট্রেড কোর্সের সুযোগ এবং জিটিই (ভিসা প্রক্রিয়া) সহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষার্থীরা অনুষ্ঠানে ব্যক্তিগত কাউন্সেলিং এবং স্পট অ্যাসেসমেন্টের সুযোগ পান যা তাদের সঠিক কোর্স ও ইনস্টিটিউশন নির্বাচনে সহায়তা করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন’র সিইও হারুন অর রশীদ, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার নুরুল বাশার, রিলেশনশিপ ডেভেলপমেন্ট ম্যানেজার কাজী রিজভি নেওয়াজ অন্তিম, নাভারন ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক শামসুর রহমান, ডিপিইও জাহাঙ্গীর আলম। অভিভাবক যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন যশোর বিএএফ শাহিন কলেজের স্টুডেন্ট আদ্রিব জামান বর্ণ, পারভেজ হাসান, মাহি সাওয়ার, আরাফ আলম, সাবাব রেজা, রুবাব রেজা, রিজবি আলম, আরাফাত খান, নাসিব মাহি, সোহাইল, শাওরিন হাসান, নাজিফা নুর। যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন’র সিইও হারুন অর রশীদ জানান, অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশনের মালিক যশোরের সন্তান। সেই দায়বদ্ধতা থেকে এ অঞ্চলের মানুষের সেবা দেয়া সেই সাথে ছাত্রদের জন্য স্বচ্ছ, নৈতিক ও জেনুইন কাউন্সেলিং নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

যশোরে প্রথম পর্ব সফলভাবে শেষ হওয়ার পর, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে দ্বিতীয় পর্ব বর্তমানে চলমান। এছাড়া, অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন ঘোষণা করেছে যে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা শহরে শীঘ্রই আরও সেমিনার ও স্পট অ্যাডমিশন ইভেন্ট আয়োজন করা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version