বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আলামিনকে (২৮) অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৬।

শনিবার সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আটক আলামিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলামিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে। তিনি আরও জানান, আলামিন চাঞ্চল্যকর তানভীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share.
Exit mobile version