বাংলার ভোর প্রতিবেদক

মঙ্গলবার যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়।

পরে সংগঠনের যশোর কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত প্রকৌশলী শাব্বির আহমেদ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইঞ্জিনিয়ারদের সকল অসুবিধা দূর করে সঠিক মর্যাদায় জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।

সেই সাথে তিনি দেশের সকল প্রকৌশলীল সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ আফ্রিকান ডিপ্লোম্যাটিক স্পোচোস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আবেদা আহাম্মদ চৌধুরী।

উপস্থিত ছিলেন ওজোপাডিকো যশোরের চিফ প্রকৌশলী আবু হাসান, ভাইস চেয়ারম্যান আহাম্মদ শরীফ সজিব, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এসএম নুরুল ইসলাম, সম্পাদক প্রকৌশলী এএসএম মুজাহিদুল হক, সম্মানিত সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রকৌশলী শরিফুল ইসলাম, এসএম হেলাল উদ্দিন, কামরুজ্জামান, ফারজানা রহমান, আব্দুল্লাহ আল রশিদ, অমূল্য কুমার সরকার, ইসহাক আলী, এনামুল হক, শান্ত মজুমদার, নাসির উদ্দিন, জিএম মাহমুদ প্রধান, কামাল হোসেন ও প্রকৌশলী এসএম শরীফ হাসান প্রমুখ।

Share.
Exit mobile version