বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ইমাম পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে যশোর ঈদগাহে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের সিনিয়র নায়েব আমির শায়েখ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মাক্কী।

প্রধান অতিথি বলেন, কাদিয়ানীদের সাথে মুসলমানদের বিরোধিতা কোনো শাখাগত বিরোধিতা নয়। এটি সরাসরি ইসলাম এবং কুফরের বিরোধী। কাদিয়ানী সম্প্রদায় আমাদের নবীজি হযরত মুহাম্মদ (স:) কে বিশ্বাস করে না, তাই তারা অমুসলিম কাফের। তারা সরলমনা মুসলমানদেরকে প্রতারণামূলকভাবে ইসলামের নাম ও পরিভাষাসমূহ ব্যবহার করে ধোকা দিয়ে যাচ্ছে। তাদের উপসনালয়গুলোকে মসজিদ বলে প্রচার করছে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট কেন্দ্রীয় সেক্রেটারি ডক্টর মাওলানা আহমাদ আলী সিরাজ। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট বাংলাদেশ শাখার সভাপতি মুফতি শুয়াইব ইবরাহীম ও মুফতি আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version