বাংলার ভোর প্রতিবেদক
দেশব্যাপি সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ টায় দলের যশোর জেলা শাখার উদ্যোগে আইসিএবি মিলনায়তন যশোর থেকে যশোর প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।

সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করীম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবু জ্বর বিন হাফিজ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি সহিদুল ইসলাম গাজী, ইসলামী আন্দোলনের পৌর সভাপতি আব্দুর রহিম ও সদর থানা শাখার সভাপতি আব্দুল মতিন বিশ্বাস।

বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে দ্রুততম সময়ে ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, প্রকাশনা দপ্তর সম্পাদক মুহাম্মাদ রফিকুল হক রিফাত, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ তারিক আল হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান সামাউন, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ হুসাইন আহমেদ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ মাসুদুর রহমান, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ আবু হুরায়রাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version