জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার মিডিয়া, কুইক রেসপন্স, শৃঙ্খলা, প্রোগ্রাম বাস্তবায়ন ও সার্চ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা সমন্বয় কমিটির এক সভায় এসব কমিটি গঠন করা হয়। এদিন বিকেলে শহরের বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটে জেলা কমিটির মাসিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। সভা সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ। বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক সাকিব শাহরিয়ার ও কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী ড. শহিদুল ইসলাম জাবী, সাজিদ সারোয়ার ও সালমা আক্তার আশা, সদস্য সালমান হাসান রাজীব, বুরহান উদ্দীন, এসজীবুর রহমান, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক, জিহাদুল ইসলাম, আসমা ইসলাম, আব্দুল আলিম ও রাশেদুল ইসলাম।
