বাংলার ভোর প্রতিবেদক
এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৬’র ৪০তম সম্মেলন শনিবার যশোর পৌর কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এপেক্স বাংলাদেশের জেলা ৬ এর অধীনে ১৩টি ক্লাব নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ এপেক্স ক্লাবের জাতীয় সভাপতি এম মনিরুল ইসলাম ভূইয়া, সহসভাপতি প্রকৌশলী এম বেল্লাল হোসেন।

সম্মেলনে চেয়ারম্যান অ্যাডভোকেট হারুণ অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৬ এর জেলা গভর্ণর অধ্যক্ষ তরিকুল ইসলাম, সম্মেলনের সেক্রেটারি এম আব্দুল গণি, ইন্টারন্যালনাল রিলেশনশিপ ডিরেক্টর নজরুল ইসলাম, ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর শাহারুল ইসলাম প্রমুখ। সম্মেলনে জসিম উদ্দিন খান ২০২৬ সালের জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন ।

Share.
Exit mobile version