বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় যশোর কালেক্টারেট সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সিভিল সার্জন অফিসের ডাক্তার রুমানা আক্তার, মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, মুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকাণ্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করবে।

Share.
Exit mobile version