বাংলার ভোর প্রতিবেদক

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুদ রানা (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় কারাগার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রানা শহরের জেলরোড পুরাতন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বজলুর রহমানের ছেলে ও কাঠেরপুল এলাকার সোহাগের মাংসের দোকানের কর্মচারী। ঘটনার পর কোতোয়ালি পুলিশ কাভার্ড ভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে।

নিহত মাসুদ রানার পিতা বজলুর রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল মাসুদ। পথিমধ্যে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছালে ঢাকা থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই কাভার্ড ভ্যানটি তাকে ধাক্কা দেয়। এ সময় রানা রাস্তার উপরে ছিটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ কাভার্ডভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আসিফুর রহমান জানান, সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনায় নিহত মাসুদ রানা নামে এক যুবকের মৃতদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে লাশ মর্গে প্রেরণ করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় এক য্বুক নিহত হয়েছে। ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে গেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version