বাংলার ভোর প্রতিবেদক

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরের সতীঘাটায় কিশোর গ্যাংয়ের ধারালো চাকুর আঘাতে আব্দুল আলীম ওরফে শান্ত (২৭) নামে এক মুদি ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছেন। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও দোকানে ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বুধবার রাতে সদর উপজেলার সতীঘাটা নতুন বাজার ক্যাডেট মাদ্রাসা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কামালপুর গ্রামের আব্দুল আলীম শান্ত ৬ জনের নামে মামলা করেন। মামলার আসামিরা হলেন যশোর সদরের রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের কিশোর গ্যাং সদস্য রায়হান হোসেন (২৪), বারান্দীপাড়া কবরস্থান এলাকার আকাশ ওরফে বাঁধন (২৩), কামালপুর গ্রামের আলামিন (২৪), অন্তর (২৩), নাঈম (২৪)ও মামুন (২২)। আসামিদের মধ্যে ওই রাতেই আলামিন, অন্তর, নাঈম ও মামুনকে পুলিশ আটক করেছে। কিন্তু মুলহোতা রায়হান ও আকাশ ওরফে বাঁধন পলাতক রয়েছে। তারা এলাকার চিহ্নত সন্ত্রাসী, কিশোর গ্যাং ও মাদকসেবী বলে পরিচিত। তাদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডসহ একাধিক মাদক মামলা রয়েছে।

Share.
Exit mobile version